সাতক্ষীরা জেলা কৃষকলীগের মতবিনিময় সভা


ফেব্রুয়ারি ২৮ ২০২১

সাতক্ষীরা জেলা কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলায় অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরিফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ^নাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমূল ইসলাম পানু,সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: নূরুল ইসলাম বাদশা, কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য মাহফুজা সুলতানা রুবি প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনজুর হোসেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি কৃষিবিদ সমীর চন্দ জুন ২০২১ এর মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেন। সেপ্টেম্বর ২০২১ এ জেলা সম্মেলন করার নির্দেশ দেন।