নিজস্ব প্রতিনিধি: ভোমরা স্থলবন্দরে চাঁদা না দেওয়ায় অফিস ভাংচুরকারীর মূল হোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ভোমরা স্থলবন্দরে স্বর্ণ চোরাচালানের মুল হোতা ও একাধিক মামলার আসামী শহরের পলাশপোল এলাকার আল-ফেরদাউস আলফার ছেলে আজহারুল ইসলাম (২৮) রইচপুর এলাকার জাকির হোসেনের ছেলে শামিম হোসেন (২৫) ভোমরা বিজিবি ক্যাম্পের পিছরের আবুল কালাম বন্টুর ছেলে খোরশেদ আলম (২৮) তাদের বিরুদ্ধে মেসার্স সায়েম এন্টারপ্রাইজের প্রো: কবির হোসেন বাদি হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। তবে আসমীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। গত ১৪ইং ফেব্রুয়ারী রাত ৯টায় আমার প্রতিষ্ঠানে চারটি মোটর সাইকেলে আসিয়া লোহাররড, জিআই পাইপ নিয়ে আমার অফিসের মধ্যে অনাধিকার প্রবেশ করিয়া ১০ লক্ষ টাকা দাবি করে দশ লক্ষ্যে টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে রাজি না হওয়ায় তার অফিস ভাংচুর করে এবং অফিসের কম্পিউটার প্রিনন্টার ভাংচুর করে এ সময় আজহারুল ইসলাম টেবিলের ড্রয়ার থেকে সাত লক্ষ্যে একুশ হাজার টাকা বের করে নেয় এবং তার সঙ্গী সামীম হোসেন ছয়টি ব্লান চেক বের করে নেয়।এ সময় প্রোপায়টার কবির হোসেন বাধা দিতে গেলে তাকেসহ তার অফিসের কর্মচারিদের মারধর করে চলে যায়। এ বিষয় এ কবির হোসেন বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। আমি এব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
ভোমরা স্থলবন্দরে অফিস ভাংচুরকারীর মূল হোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে
ফেব্রুয়ারি ২৩ ২০২১