স্টাফ রিপোর্টার: আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু’র নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিমপাড়ায় রসুলপুর যুব সংঘের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু। এসময় তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমার কোন চাওয়া পাওয়া নেই। আমি পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য একটি চেয়ারের প্রয়োজন, তাই পৌরবাসীর সার্বিক উন্নয়ন ও সাতক্ষীরা পৌরসভাকে আলোকিত পৌরসভা হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা কামনা করছি। এসময় নারিকেল গাছ প্রতিকে ভোট চেয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।’ মতবিনিময় শাহিনুজ্জামান রতনের সার্বিক ব্যবস্থাপনায় আরো বক্তব্য রাখেন আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম জুয়েল প্রমুখ। এসময় মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠুর বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মামুন হাসান।
নারিকেল গাছ প্রতিকে ভোট চেয়ে সকলের সমর্থন কামনা করলেন- মিঠু খান
ফেব্রুয়ারি ১০ ২০২১