নিজস্ব প্রতিনিধি: `মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থগার’ এই শ্লোলগানে ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। আছিয়া বেগম স্মুতি পাঠাগার ও ডক্টরস কেয়ার কোচিং সেন্টারের যৌথ আয়োজনে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার বিকাল সাড়ে ৪ টায় ডক্টরস কেয়ার কোচিং সেন্টারের কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে ডক্টরস কেয়ার কোচিং সেন্টারের পপরিচালক আব্দুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আছিয়া বেগম স্মুতি পাঠাগারেরর প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন, জিয়াউর ররহমান প্রমূখ। বক্তাগণ বলেন বই মানুষের মনের খোরাক জোগায়, তাছাড়া বই পড়ে কেউ দেওলিয়া না। বই মানুষের প্রকৃতি বন্ধু। এছাড়াও বক্তাগণ গ্রন্থগারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনুপ্রেরনা এবং নিগনির্দেশনা মুলক কথা তুলে ধরেন। উক্ত দিবস উপলক্ষে গত ৪ ফেব্রুয়ারি রচনা প্রতিযোগিতার নবম ও দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন কেরন। সবশেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পরস্কার হিসেবে বই, কলম ও নববর্ষের ক্যালেন্ডার তুলে দেয়া হয়। সমগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আফজাল হোসন।
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আছিয়া বেগম স্মুতি পাঠাগার কতৃক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরন
ফেব্রুয়ারি ৯ ২০২১