ইব্রাহিম খলিল: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর ছাত্রদলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর ছাত্রদলের উদ্যোগে শহরের পলাশপোল বউ বাজারে গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের আহবায়ক আয়ুব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আল কুরাইশি, মাসুদ রায়হান, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলামিন, ছাত্রনেতা শাজিদ, বিল্লাল, রিপন, নিশান, সদস্য শরিফুল ইসলাম, শামিম হোসেন, আতিকুর রহমান, নয়ন ইসলাম, সুমন, আরিফুল ইসলাম, মো. আসাদুজ্জামান কাজলসহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, করোনা সংক্রামক মোকাবেলায় সামাজিক গণসচেতনা, রক্তদান কর্মসুচি, কৃষকদের মাঝে শিতের সবজির চারা বিতরণ, শীতবস্ত্র বিতরনসহ এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাতক্ষীরা পৌর ছাত্রদলের উদ্যোগে খাবার বিতরণ
জানুয়ারি ৪ ২০২১