করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে সাতক্ষীরা থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। করোনা আক্রান্ত রোগীর সহায়তায় বিমান বাহিনীর জরুরি পরিবহন সেবার অংশ হিসেবে সাবেক এই এমপিকে ঢাকায় আনার বিষয়টি বাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেজে জানানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মনসুর আহমেদকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে প্রেরণ করা হয়।
ফেইসবুক পোস্টে বলা হয়, সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন মনসুর আহমেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। এতে আরও বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সরকারের নীতিমালা অনুসরণ করে সর্বদা জরুরি সহায়তা প্রদান করে আসছে।