সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে বিজয় দিবস পালিত


ডিসেম্বর ১৬ ২০২০

স্টাফ রিপোর্টার : মহান বিজয় ২০২০ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে ইন্সটিটিউটের হলরুমে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় উপাধ্যক্ষ ড. এম.এম নজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমান। এসময় তিনি বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে চুয়ান্নর নির্বাচন, আটান্নর সামরিক শাসনবিরোধী আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও একাত্তরের মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান সবকিছুই বঙ্গবন্ধুর সবল নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে। তার ত্যাগের বিনিময়ে বাঙালীর আজকের এই সোনার বাংলা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহবান জানান তিনি।’ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রকৌশলী অলোক কুমার সরকার, ছিদ্দিক আলী, বিপ্লব কুমার দাস, এনামুল হাসান, নিমাই চন্দ্র মন্ডল, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ গাজী, আহসান কবির, ইসমাইল হোসেন, ফারুকুজ্জামান, হেলাল হায়দার প্রমুখ। আলোচনাসভা শেষে অনলাইনে কুইজ, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্ফমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অধ্যক্ষ প্রকৌশলী মাকসুদুর রহমানসহ শিক্ষকবৃন্দ। পরে বঙ্গবন্ধু, তার পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তারা। সমগ্র অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।