সাতক্ষীরা জজকোর্টের সামনে ‘রসনা বিলাস’ চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট’র উদ্বোধন


ডিসেম্বর ৬ ২০২০

আব্দুর রহমান: স্বাদ ও আভিজাত্যের সমাহার নিয়ে ‘রসনা বিলাস’ চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্ট ‘রসনা বিলাস’ এর উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা কালেক্টর জামে মসজিদের খতিব মাও. আব্দুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে এতিম ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও অতিথিদের দুপুরে চাইনিজ খাবার সরবরাহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইঞ্জি. মিজানুর রহমান, ডা. আব্দুল্লাহ আল নাঈম, আল-আকসা হসপিটালের পরিচালক মুজাহিদুল ইসলাম, হাফেজ আব্দুল ওয়াদুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনকালে ‘রসনা বিলাস’র পরিচালক মাসুদ রানা ও আক্তারুল ইসলাম উপস্থিত অতিথিবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। উল্লেখ্য, রসনা বিলাস রেস্টুরেন্ট এ থাই-চাইনিজ, ফাস্টফুড, কেক-পেস্টি, বেকারী সামগ্রী ও সেট মেন্যুসহ ২০৮ ধরনের খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া যে কোন অনুষ্ঠানের আয়োজন, রুচিশীল এবং মানসম্মত খাদ্য পরিবেশনের অঙ্গিকার নিয়ে সাতক্ষীরা জজকোর্টের সামনে এসএস প্লাজার ২য় তলায় ‘রসনা বিলাস’র উদ্বোধন করা হয়েছে। ঢাকার শেফ দ্বারা আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন খাবার অর্ডার অনুযায়ী সরবরাহ করা হবে।