নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে এড. আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জিএম নুরুল ইসলাম, এড. গোলাম মোস্তফা (২), এড. জামিনী কান্ত সরকার, এড. পঙ্কজ সরকার, সংগঠনের কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ জামিনুর রহমান (সুমন), সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শ্যামনগর কমিটির তাপস কুমার পরমার্ণ, শেখ জোহর আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুল হান্নান, কৃষ্ণনগর ইউনিয়ন সহ সভাপতি রুহুল আমিন কাগজী, মোঃ জালাল উদ্দীন প্রমুখ। এসময় সংগঠনের জেলা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সহযোগি মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী।