মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা


ডিসেম্বর ১৬ ২০২০

নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মশিউর রহমান। বক্তব্য রাখেন রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর মোঃ আবুল কালাম আজাদ, পদার্থ বিভাগের ইন্সট্রাক্টর মোস্তফা বাকী, ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আব্দুল আনাম, ধর্মদাশ সরকার, রঞ্জন কুমার সরকার, মোঃ মাসুদ রানা, গোলাম মোস্তফা, অজিহার রহমানসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা শিক্ষক শরিফুল ইসলাম।