মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা


ডিসেম্বর ১৬ ২০২০

নিজস্ব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক গাজী মহব্বত হোসেন, কানাইলাল মজুমদার, মোঃ ইয়াহিয়া ইকবাল, রেজাউল ইসলাম, মাহমুদুল হাসান খান, নার্গিস আরা, দিব্যেন্দু সরকার, শ্যামল কুমার দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন।