নাইজেরিয়ায় এক বিদ্যালয়ে অস্ত্রধারীর হামলায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ


ডিসেম্বর ১৩ ২০২০

নাইজেরিয়ার এক মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। ঐ ঘটনার পর বিদ্যালয়টির প্রায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছে বার্তা সংস্থা রয়টার্স । খবর -দ্য গার্ডিয়ানের। দেশিটর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাটসিনা রাজ্যে গত শুক্রবার রাতে হামলার এ ঘটনাটি ঘটে। দেশটির পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এক বিবৃতিতে বলেন, ক্যানকারা এলাকায় অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের বিদ্যালয়টিতে শুক্রবার রাত ১০টার দিকে কিছু বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পাল্টা গুলি ছোড়ে। ঐ সময় শিক্ষার্থীরা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করে। কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বা অপহরণ করা হয়েছে, তা নির্ণয় করে তাদের উদ্ধারে সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ। হামলায় পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

হামলার ঘটনার পর গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন নিখোঁজ প্রায় ৪০০ শিক্ষার্থীর উদ্বিগ্ন স্বজনেরা। একজন অভিভাবক ও বিদ্যালয়টির এক কর্মী রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীদের পাশাপাশি বেপরোয়া হয়ে ওঠা স্বজনদের উপস্থিতিতে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

উল্লেখ্য ক্যাটসিনা রাজ্যটি নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ এলাকা। দুর্বৃত্তরা স্থানীয় লোকজনের ওপর নিয়মিতভাবে সশস্ত্র হামলা ও মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করে থাকে। গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বোর্নিও রাজ্যে সশস্ত্র ব্যক্তিদের হামলায় বেশ কয়েকজন কৃষক নিহত হন। তাদের কারও কারও শিরশ্ছেদ করা হয়। হামলার পর পরই প্রেসিডেন্ট বুহারি ওই এলাকা পরিদর্শনে যান।

উল্লেখ্য, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে জাতীয় পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। তবে সরকারি কোনো ব্যাখ্যা ছাড়াই তা বাতিল করা হয়।