Satkhira Journal

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন ট্রাম্প

নির্বাচনের পরাজয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন। সোমবার দেশটির প্রেসিডেন্ট তার টুইটারে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত জানান। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক ক্রিস্টোফার সি মিলারকে মনোনীত করেছেন। তবে সিএনএন জানিয়েছে, মার্ক এসপার পদত্যাগের সিদ্ধান্তই নিয়েছিলেন, পদত্যাগপত্র জমা দিতেও যাচ্ছিলেন তিনি। কারণ নানা বিষয় নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এসপারের মতানৈক্য চলছিল। কয়েক মাস আগে জর্জ ফ্লয়েড হত্যার পর বিক্ষোভ দমনে ট্রাম্প সেনা ব্যবহারের হুমকি দিলে তার সরাসরি বিরোধিতা করেছিলেন এসপার। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ আর মাত্র দুই মাসের বেশি। এর মধ্যেই মন্ত্রী বদলালেন তিনি।