Satkhira Journal

করোনায় আরো ৬ হাজার মানুষের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে ৫ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১২ লাখ ১১ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪ কোটি ৭৩ লাখ ছাড়িয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৩ নভেম্বর, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৪ কোটি ৭৩ লাখ ১৯ হাজার ১৬০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২ লাখ ১১ হাজার ২৬৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৪০ লাখ ৩৩ হাজার ৭৭০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ২০ লাখ ৭৪ হাজার ১২২ জন করোনারোগী, যাদের মধ্যে ৮৬ হাজার ৫৫৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৯৫ লাখ ৬৭ হাজার ৫৪৩ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৮২ লাখ ৬৬ হাজার ৯১৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৫ লাখ ৫৪ হাজার ২০৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১৬ লাখ ৫৫ হাজার ৩৮ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ১৪ লাখ ৬৬ হাজার ৪৩৩ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—স্পেন (১৩ লাখ ১৩ হাজার ৮৭ জন), আর্জেন্টিনা (১১ লাখ ৮৩ হাজার ১৩১ জন), কলম্বিয়া (১০ লাখ ৯৩ হাজার ২৫৬ জন), যুক্তরাজ্য (১০ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন) ও মেক্সিকো (৯ লাখ ৩৩ হাজার ১৫৫ জন)।

কোভিড-১৯ মহামারীতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ ২ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬০ হাজার ২৭২ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ২৩ হাজার ১৩৯ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৯২ হাজার ১০০ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪৬ হাজার ৮৫৩ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৩৯ হাজার ৫৯ জন), ফ্রান্স (মৃত্যু ৩৭ হাজার ৪৩৫ জন), স্পেন (মৃত্যু ৩৬ হাজার ২৫৭ জন), ইরান (মৃত্যু ৩৫ হাজার ৭৩৫ জন) ও পেরু (মৃত্যু ৩৪ হাজার ৫৮৫ জন)।

এছাড়া কলম্বিয়ায় ৩১ হাজার ৬৭০ জন (১১তম), আর্জেন্টিনায় ৩১ হাজার ৬২৩ জন (১২তম), রাশিয়ায় ২৮ হাজার ৪৭৩ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ১৯ হাজার ৪৬৫ জন (১৪তম), চিলিতে ১৪ হাজার ৩০২ জন (১৫তম), ইন্দোনেশিয়ায় ১৪ হাজার ৪৪ জন (১৬তম), ইকুয়েডরে ১২ হাজার ৬৯২ জন (১৭তম), বেলজিয়ামে ১১ হাজার ৭৩৭ জন (১৮তম), ইরাকে ১১ হাজার ১৭ জন (১৯তম), জার্মানিতে ১০ হাজার ৭৩৪ জন (২০তম), তুরস্কে ১০ হাজার ৪০২ জন (২১তম), কানাডায় ১০ হাজার ২০৮ জন (২২তম), বলিভিয়ায় ৮ হাজার ৭৪১ জন (২৩তম), নেদারল্যান্ডসে ৭ হাজার ৪৬৩ জন (২৪তম), ফিলিপাইনে ৭ হাজার ২৬৯ জন (২৫তম), রোমানিয়ায় ৭ হাজার ১৫৩ জন (২৬তম), পাকিস্তানে ৬ হাজার ৮৪৯ জন (২৭তম), মিসরে ৬ হাজার ২৯১ জন (২৮তম), বাংলাদেশে ৫ হাজার ৯৬৬ জন (৩০তম) ও সুইডেনে ৫ হাজার ৯৩৮ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।