Satkhira Journal

আম্ফানে পানিবন্দী ১৩০ বছর বয়সী বৃদ্ধার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইউনাইটেড সাতক্ষীরা

নিজস্ব প্রতিনিধি : আম্ফানের আগে স্বামী স্ত্রী ভিক্ষা করে যা পেতেন তা দিয়েই ১৩০ বছর বয়সী শাশুড়ি মাকে নিয়েই তাদের সংসার চলত। আম্ফানে পানিবন্দী আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়ার গাজীবাড়ি। আম্ফানে নিজের বাড়িটা ও নষ্ট হয়ে গেলে। জামাইয় ফিরোজ গাজীর বাড়িতে থাকতেন । আম্ফানে সেটাও নষ্ট হয়ে যাই পরে অন্যের বাড়িতে থাকতেন তিনি। আম্ফানের ভেরিবাদ ভেঙ্গে লোনা জল চারিদকে। জোয়ারে বের হতেও পারতেন না । ১৩০ বছর বয়সী বৃদ্ধা হাটতে পারত না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে দেখার কেও নাই, আয় করবার মত কেও নাই ফলে ঘরে খাবার থাকত না । গ্রামের আসপাসের মানুষ খেতে দিলে খেত, যখন খাবার থাকে তখন এক বেলা খান তো আরেক বেলা উপোষ থাকেন। ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপে এমন পোস্ট দেখে গ্রুপের এডমিন প্যানেল তাদের সাহায্যে এগিয়ে আসে। কিছু বাজার সদাই ও নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে ইউনাইটেড সাতক্ষীরার প্রতিনিধি শাহিন বিল্লাহ তাদের বাড়িতে যান এবং তাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। সবাইকে এমন মানবিক কাজে এগিয়ে আসতে বলেন। এমন অসহায় মানুষের পাশে দাড়াতে উৎসাহ দেন। ইউনাইটেড সাতক্ষীরা গ্রুপের এডমিন উম্মে ফোয়ারা রানির সাথে কথা বলে জানতে পারি তারা আগামীতে এমন মানবিক কাজের সাথে যুক্ত থেকে ঐক্য ঐতিহ্য ও আতিথেয়তায় ইউনাইটেড সাতক্ষীরা এই স্লোগান নিয়ে গ্রুপকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। এ জন্য সবার সাহার্য্য ও দোয়া প্রার্থী।