সাতক্ষীরা পৌর যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ


নভেম্বর ১১ ২০২০

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা পৌর যুবলীগের আয়োজনে বৃক্ষ রোপন, দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদে পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, ইলিয়াছ কবির, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, সদস্য শেখ শামসুর রহমান, কবিরুজ্জামান রুবেল, জাকির হোসেন, শরিফ, কাদিউর, সাগর, আল আমিন, রাজু, ফিরোজ, কালাম, আলমগীর হোসেন, আহসান, হাসিব, অন্তু, শাহিনুর, রনি, সুমন, সাদি প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাও. জাহাঙ্গীর আলম জিয়া। উল্লেখ্য, পৌর যুবলীগের আয়োজনে দিনব্যাপি কর্মসূচির মধ্যে বৃক্ষ রোপণ, মসজিদে এতিম শিশুদের সাথে দোয়া অনুষ্ঠান ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।