আব্দুর রহমান: সাতক্ষীরায় বাংলাদেশের অন্যতম ফ্যাশন ব্রান্ড ‘বন্ড ক্লোথিং হাউজ’ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জজকোর্টের দক্ষিণ পাশে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘বন্ড ক্লোথিং হাউজ’ এর ১৩তম শাখার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মো. রবিউল ইসলাম, এমডি মো. মিজান, কোম্পানীর জি এম মনিরুজ্জামান, প্রোডাকশন ইনচার্জ মোতাহার হোসেন, ল্যান্ড অর্নার গোলাম মোস্তাফা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাও. জাকির হোসেন। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি ইতিপূর্বে কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, নরসিংদী, ভোলা, নওগা, রংপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ ও জয়পুরহাটে কার্যক্রম পরিচালনা করছে। সাতক্ষীরার ঐতিহ্য ও মানুষের রুচির কথা চিন্তা করে সাতক্ষীরায় ‘বন্ড ক্লোথিং হাউজ’র ১৩তম শাখার উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরায় ফ্যাশন ব্রান্ড ‘বন্ড ক্লোথিং হাউজ’ উদ্বোধন
নভেম্বর ১ ২০২০