Satkhira Journal

মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বাগান বাড়ি বায়তুল নূর হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। বুধবার সকালে মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, হাফেজ মোঃ হাবিবুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, জি.এম আব্দুল খালেক, রফিকুল ইসলাম, হারুনর রশীদ, কুরবান আলী, রফিক হোসেন ও চালতেতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসা উন্নয়নের জন্য জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান (বাবু) একলক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন এবং সবাইকে সাধ্যমতো মাদ্রাসা উন্নয়নের জন্য সহায়তা করার অনুরোধ করেন।

Exit mobile version