জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। রোববার এ তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ী বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন নওগাঁ সদরের কীর্তিপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা খাতুন। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়েছেন মাগুরার জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি।
প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম
নভেম্বর ৩ ২০২০