শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উদ্যোগে মো. নজরুল ইসলামের ৬৮তম জন্মদিন পালন
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের ৬৮তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আলহাজ্ব মো. নজরুল ইসলামের বাসভবনে জন্মদিনের কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. রাশেদুজ্জামান রাশি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি আব্দুর রউফ খোকন, সবুর খান, আব্দুল আলিম সরদার, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, পৌর শাখার সভাপতি মো. নুরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, ৫নং ওয়ার্ড শাখার সহ সভাপতি হারুন উর রশীদ, ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মঞ্জুরুল, বেলায়েত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলামের ৬৮ তম জন্মদিন আজ। তিনি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের উত্তর ফিংড়ী গ্রামে ১৯৫২ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জব্বার ও মাতার নাম রিজিয়া সুলতানা। তাঁর শৈশব কেটেছে মরিচ্চাপ নদীর পাড়ে ছায়া সু-নিবিড় শান্তির নীড় উত্তর ফিংড়ী গ্রামে।