মাসুদ আলী: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের লেক ভিউ সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম মোস্তফা কামাল। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফুজ্জামান আশু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, নির্বাহী সদস্য আ.ম আখতারুজ্জামান মুকুল, কবিরুজ্জামান রুবেল, কাজী সাফিউল আযম, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, স.ম সেলিম রেজা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু। সভায় বক্তারা জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা
অক্টোবর ১৫ ২০২০