সাতক্ষীরায় প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সংগঠনের উদ্যোগে আলোচনা সভা


অক্টোবর ২৪ ২০২০

ইব্রাহীম খলিল: প্রকৃত মানুষ হতে অর্থ নয় মনোষত্বের দরকার হয়, সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টায়-এই শ্লোগান নিয়ে শনিবার সকালে লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরায় প্রতিবন্ধী মানসিকতা মুক্ত সমাজ চাই সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আতিকুজ্জামান সাহেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও প্রতিবন্ধী সংগঠনের উপদেষ্টা ডা: আবুল কালাম বাবলা, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজিওনাল ম্যানেজার, প্রতিবন্ধী সংগঠনের উপদেষ্টা হাসানুর রহমান হাসান, সদর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৮ নং কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।এসময় বক্তব্য বলেন, সমাজের প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে সবাই কে দাড়ানোর অনুরোধ করেন।

Aa