ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের বানভাসী মানুষের মাঝে ‘সবুজ চুলা’ বিতরণ করছে সাতক্ষীরা লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। মঙ্গলবার সকাল থেকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের পুইজালা, মাড়িয়ালা ও কোলা গ্রামের অর্ধশত পরিবারের মাঝে এ চুলা বিতরণ করা হয়।
লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের পরিচালক তানজিম কামাল তমালের অর্থায়নে হিউম্যানিটি ফার্স্টের পরিচালক ইদ্রিস আলী ও সবুজ চুলার উদ্ভাবক মোস্তাক আহমেদ সিদ্দিকি উপস্থিত থেকে এসব চুলা বানভাসী পরিবারগুলোর মাঝে পৌঁছে দেন।
এসময় উপকূলীয় অঞ্চলের স্বেচ্ছাসেবক সালমান আজিজ, হাবিবুর রহমান, রাহেলা খানম, কামাল হোসেন, খালিদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
লেকভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের বানভাসী মানুষের মাঝে ‘সবুজ চুলা’ বিতরণ করা হয়েছে। এর আগেও সুপেয় পানি, রান্না খাবারসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়েছে। মানুষের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’