রংপুর ব্যুরো: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সকল সেশনের সকল বর্ষে ক্লাস শুরু ও অটো প্রমোশনের দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
ডিপ্লোমা ঐক্য পরিষদের ব্যানারে আজ রোববার বেলা ১১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে শতাদিক ডিপ্লোমা শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী অন্যান্য শিক্ষাক্রমের অটো পাশের কথা বললেও ডিপ্লোমাদের বিষযে কোন সিদ্ধান্ত দেন নি। একারণে আমরা হতাশ হয়ে পড়েছি। অবিলম্বে আমাদের অটো প্রমোশনসহ অস্টম পর্বের মৌখিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ, ২য়, ৩য় ও চতুর্থ পর্বের সংক্ষিপ্ত সিলেবোসে দ্রুত পরীক্ষা গ্রহন অথবা অটো প্রমোশনের ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের মানববন্ধন
অক্টোবর ২৫ ২০২০