বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার ব্যয় নির্বাহের চেক বিতরণ


অক্টোবর ৮ ২০২০

মাসুদ আলী: সাতক্ষীরায় বিজয় ফুল উৎসব প্রতিযোগিতার ব্যয় নির্বাহের জন্য সাতক্ষীরা সদর উপজেলার ১১৯ টি তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে সরকারি বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি রেজাউল করিম, মাদ্রাসা শিক্ষা সমিতির সভাপতি মাও. রুহুল আমিন, বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার প্রমুখ। উল্লেখ্য, মোট ১১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ২ হাজার টাকা হারে ২ লক্ষ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।