নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রাণ সায়ের খালের উভয় পার্শ্বে বন বিভাগ কর্তৃক প্রদত্ত তালিকা অনুযায়ী মার্কিংকৃত ৩২৯টি গাছ প্রকাশ্যে নিলাম বিক্রয় সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী প্রকাশ্য এই নিলামের ডাক পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর ভূমি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, শহর সমাজসেবা অফিসার শেখ সহীদুর রহমান প্রমুখ। প্রকাশ্যে অনুষ্ঠিত এ নিলামে সর্বোচ্চ ৩ লক্ষ ৭৬ হাজার টাকা ডাকে গাছ ক্রয় করেন আধুনিক ফার্নিচারের পক্ষে মো. মিজানুর রহমান। আগামী ৭ দিনের মধ্যে সরকারি কাজের সহযোগিতার লক্ষে এ গাছগুলো দ্রুত অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
প্রকাশ্য গাছ নিলাম সম্পন্ন
অক্টোবর ১৮ ২০২০