পিতা মাতার কবর জিয়ারত করলেন এমপি রবি


অক্টোবর ৩১ ২০২০

সাতক্ষীরার মুনজিতপুরে ইসু মিয়া সড়কের মীর মহলে তার পিতা মাতার কবর জিয়ারত করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (৩০ অক্টোবর) পবিত্র জুমআ’র আদায় করে সরাসরি চলে যান কবরস্থানে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ক্যাম্প মোটিভেটর মীর ইশরাক আলী ইসু মিয়া ও তার মাতা মেহেরুন নেসা’র কবর জিয়ারত করেন এবং পিতা মাতার রুহের মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ করেন। প্রায় ৩০ মিনিট পিতা মাতার সমাধির পাশে বসে তিনি কোরআন তেলোয়াত করেন। পরে পিতা মাতার কবরের পাশে নিরবে কিছু সময় বসে থাকেন এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন এমপি রবি।