পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের সাথে পানি সম্পদ উন্নয়ন কমিটির ভিডিও কনফারেন্স


অক্টোবর ৬ ২০২০

আব্দুর রহমান: পানি সম্পদ উন্নয়ন কমিটির সাথে ভিডিও কনফারেন্স করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। মঙ্গলবার বেলা ৩টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে অনুষ্ঠিত ৬৪টি জেলার সাথে একযোগে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে আলোচনা করেন সাতক্ষীরা জেলা পানি সম্পদ উন্নয়ন কমিটি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, পানি উন্নয়ন বোর্ড ২ এর নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকারসহ জেলা পানি সম্পদ উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
ভিডিও কনফারেন্সে বনায়ন কর্মসূচি, বালু মহল ইজারা, ও সকল জলাশয়ের ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।