সাতক্ষীরায় দৈনিক আজকের সংবাদ পত্রিকার ৯বম বর্ষে পদার্পণে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কেক কাটেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাংবাদিকদের লেখনী হবে দেশের উন্নয়ন। দেশ ও দেশের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা থাকতে হবে। যে লেখনীতে দেশের ক্ষতি হয় সে লেখনী থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। এমপি রবি আরো বলেন, প্রেসক্লাব হল সাংবাদিকদের চিত্ত বিনোদনের স্থল। সাতক্ষীরা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর নামে মিলনায়তন ও সাতক্ষীরার প্রথম প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকার সম্পাদক মরহুম মোতালেব’র নামে হলরুম নামকরণের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এমপি রবি। পঠকের চাহিদা পুরণের মধ্য দিয়ে দৈনিক আজকের সংবাদ হাটি হাটি পা পা করে ৯বম বর্ষে পদার্পণ করায় পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান এমপি রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের সংবাদ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাংবাদিক ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাংবাদিক ও ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন, জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কাফেলা পত্রিকার চীফ এডিটর এম ঈদুজ্জামান ইদ্রিস।
দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অক্টোবর ৩১ ২০২০