স্টাফ রিপোর্টার: দেশব্যাপি আকস্মিকভাবে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সাতক্ষীরা পৌর যুবলীগের আয়োজনে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
‘রুখে দাও ষড়যন্ত্র, রুখে দাঁড়াও যুব সমাজ’ স্লোগানে মুখরিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, জাকির হোসেন, ইলিয়াস হোসেন, রেজাউল ইসলাম রেজা, যুবলীগ নেতা কামরুল ইসলাম, শাহিনুর, সাগর, ছোট্রু, আল আমিন, আলতাফ হোসেন অন্তু, শেখ শামসুর রহমান, আলমগীর, রনি, হাসিব, ফিরোজ হোসেন, রয়্যাল, শহিদসহ যুবলীগের বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।