কুখরালী আমতলা টিকে জামে মসজিদের দুই তলার নির্মাণ কাজের উদ্বোধন


অক্টোবর ১৮ ২০২০

নিজস্ব প্রতিনিধি: কুখরালী আমতলা টিকে জামে মসজিদের দুই তলার নির্মাণ কাজের জন্য ১ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। রোববার সকালে ঠিকাদারের মাধ্যমে এ কাজ শুরু করা হয়। মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধনকালে সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসুস্থ, দুস্থ পরিবারের সহযোগিতা প্রদান করার মাধ্যমে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।’ এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলামসহ মসজিদের ইমাম ও মুসল্লিবৃন্দ।