কলারোয়ার বেত্রবতী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


অক্টোবর ৩ ২০২০

কলারোয়া ব্যুরো: কলারোয়ার বেত্রবতী নদী থেকে (৬৫) বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৩অক্টোবর) সকালে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহর গ্রামস্থ বেত্রবতী নদীর সুইজ গেট সংলগ্ন পানি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার হয়। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান-শনিবার সকালে শাকদহ বাজার সুইজ গেট সংলগ্ন এলাকায় বেত্রবতী নদীর পানিতে (৬৫) বছরের এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীরা। পরে তারা থানা পুলিশকে জানান। তাৎক্ষনিক ভাবে কলারোয়া থানা পুলিশ ও খোরদো ফাড়ির পুলিশ যৌথ ভাবে লাশটি উদ্ধার করেন। প্রাথমিক ভাবে লাশটি পাশর্^বর্তী যশোরের মনিরামপুর উপজেলার বাজিয়াডাঙ্গা গ্রামের রশিক কুমার বিটের ছেলে প্রদীপ কুমার বিটে বলে জানা গেছে। তিনি আরো জানান, মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পানি থেকে লাশটি উঠানোর সময় শরীরের কয়েক স্থানের চামড়া ছিলে ও উঠে যায়। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।