অসহায় মায়ের সন্তানের চিকিৎসা ও দুধ ক্রয় এবং গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে সহায়তার চেক প্রদান


অক্টোবর ৫ ২০২০

নিজস্ব প্রতিনিধি: আত্মমানবতা, জনকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে অগ্রণী ভূমিকা রেখে চলেছে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসার। তারই ধারাবাহিকতায় সোমবার (০৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একজন গরীব অসহায় মায়ের সন্তানের চিকিৎসা ও দুধ ক্রয়ের জন্য এবং একজন অস্বচ্ছল গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর লেখা পড়ার জন্য শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। অসহায় মায়ের হাতে চিকিৎসা ও বাচ্চার দুধ ক্রয়ের জন্য ৫ হাজার টাকার চেক ও গোল্ডেন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেন সাতক্ষীরা সদর উপজেলার মানবিক চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু ও মানবিক সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। সহায়তার চেক পেয়ে অসহায় মা ও শিক্ষার্থী সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু ও সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীকে মন খুলে দোয়া ও আশির্বাদ করেন। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভূক্তভোগি ও সচেতন মহল। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ্য খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল ও গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ।