১১৬০পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার


সেপ্টেম্বর ২৬ ২০২০

মাসুদ আলী: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ ফিলিং ষ্টেশনের পাশে অভিযান চালিয়ে ১১৬০পিস ইয়াবাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার দিবাগত রাতের এঘটনায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হল সাতক্ষীরার কালীগঞ্জের রহমতপুর এলাকার মৃত হায়াত আলী সরদারের ছেলে মোঃ আঃ হাকিম সরদার (৩৫) ও শ্যামনগরের কাশিমাড়ি এলাকার নূর মোহাম্মদ সরদারের ছেলে মোঃ মিলন হোসেন (২৭)। র‌্যাব সূত্র জানিয়েছেন, আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গোপনে মাদক বিকিকিনি করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।