সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


সেপ্টেম্বর ২৮ ২০২০

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘আজ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। বর্তমান সময়ে নানা প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন সেটি বিশ্বে দৃষ্টান্ত। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, বিশ্ব আজ করোনার প্রকোপে দিশাহারা। এ মহামারি মোকাবিলা করতে শেখ হাসিনার সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাকালের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন তার সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমানুষের মুখে হাসি ফুটানো এক সফল রাষ্ট্রনায়ক।’ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ডা. মুনসুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে প্রমুখ। আলোচনা সভা ও কেককাটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।