স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে সাতক্ষীরা জেলা ও পৌর যুবলীগ। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে জেলা যুবলীগের অন্যতম সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ এনামুজ্জামান নিপ্পুন, আরিফুল ইসলাম, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন আল আমিন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ মো. নাসিম, আব্দুস সামাদ প্রমুখ। এসময় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর যুবলীগের সভাপতি মাসুম মোল্লা।
সাতক্ষীরা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
সেপ্টেম্বর ২৮ ২০২০