শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের উপকূলীয় এলাকার মানুষের সুপেয় খাবার পানির কষ্ট দূরীভূত করার লক্ষ্যে ড্রীম এর বাস্তবায়নে আর.ও পানির প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ এসএম জগলুল হায়দার। রোববার বিকাল ৫ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৪ নং দাতিনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে ড্রীম এর সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রম পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা প্রশাসন ও সিডিও ইয়ুথ টিমের সহযোগিতায় নির্মিত উক্ত প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের আলোচনা সভায় সিডিও ইয়ুথ টিম উপজেলা ইউনিটের সভাপতি ওসমান গনী সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যপক মোশাররফ হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ খাঁন শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শ্যামনগরে পানির প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন
সেপ্টেম্বর ২০ ২০২০