Satkhira Journal

মাদ্রাসার উন্নয়নে ৫০ হাজার টাকা চেক প্রদান

স্টাফ রিপোর্টার: সদর উপজেলার হাজি শামসুদ্দীন মাদ্রাসার উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছেন প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। রোববার দুপুরে মাদ্রাসার শিক্ষক আব্দুস সাত্তার ও মিজানুর রহমানের হাতে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে এ অনুদানের চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এড. আজহার ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ এনামুজ্জামান নিপ্পুন প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘আমি সব সময় আমার এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অসহায়, দুস্থ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

Exit mobile version