গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাকে হত্যা ও লাশ গুম করার অভিযোগে ছেলে আকাশ পান্ডেকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লাশ পোড়ানোর কেরোসিনের বোতল উদ্ধার করা হয। গ্রেফতারকৃত আকাশ পান্ডে কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের মনোরঞ্জন পান্ডের ছেলে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, আকাশ পান্ডের বাবা মনোরঞ্জন পান্ডে (৩৭) ভাঙ্গারহাট বাজারে নিরাপত্তা প্রহরীর কাজ করেন। ২৬ জুন রাতে নৈশ প্রহরীর ডিউটি শেষে ২৭ জুন সকালে মনোরঞ্জন বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে ছেলে-মেয়ের কাছে জানতে চায় তাদের মা কোথায় গেছে? উত্তরে ছেলে-মেয়ে বলে মা মামা বাড়িতে গেছে। মনোরঞ্জন তার শ্বশুর বাড়িসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে স্ত্রীর সন্ধান পাননি। ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মনোরঞ্জন গত ১ জুলাই কোটালীপাড়া থানায় শ্বশুর- শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অবার একই ঘটনায় মনোরঞ্জন ৮ জুলাই কোটালীপাড়া থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেন। কোটালীপাড়া থানা পুলিশ জিডির তদন্ত করে এ ঘটনার কোনো কিনারা করতে পারেনি। শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করায় শ্বশুর জুড়ান বাড়ৈ ক্ষিপ্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালে জামাতা মনোরঞ্জন, তার ভাই, ভাবী, বোন ও বোনের স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন। ওই মামলার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার গৃহবধূ হাসি রানী পান্ডে হত্যা রহস্য উদ্ঘাটন করে। এ ঘটনার মূলহোতা হাসি রানী পান্ডের ছেলে আকাশ পান্ডেকে পুলিশ গ্রেফতার করে।
মাকে খুন করে মরদেহ পুড়িয়ে লাশ গুম: ছেলে গ্রেফতার
সেপ্টেম্বর ২৬ ২০২০