স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী ভবনে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এসএম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ্ আলম, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদ’র সভাপতি মকসুমুল হাকীম, এড. মোজাহার হোসেন কান্টু, অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ, এড. আব্দুল বারী, জিপি সম্ভুনাথ সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. অনিত মুখার্জী ও এড. সাইদুজ্জামান জিকো। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এড. আব্দুল বারী।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
সেপ্টেম্বর ২৮ ২০২০