তালায় ৩ মাদকসেবীর কারাদন্ড


সেপ্টেম্বর ২৬ ২০২০

তালা প্রতিনিধি: মাদকসেবন করায় দ্বায়ে সাতক্ষীরা তালায় ৩ যুবকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।শনিবার (২৬সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হোসেন বিনাশ্রম কারদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাটকেলঘাটা থানার খলিষখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২০) ও মৃত তোফাজ্জেল বিশ্বাসের ছেলে সেলিম হোসেন (২৩) এবং এনায়েতপুর গ্রামের গফফার শেখের ছেলে তুহিন শেখ (২৫)। খলিষখালী ক্যাম্পের ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, শুক্রবার রাতে তুহিন, রাশেদুল ও সেলিম বাজার সংলগ্ন পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় আটক করা হয়। তিনি আরও জানান, বর্তমানে সরকার মাদকের ব্যপারে জিরো টলারেন্স ঘোষনা করেছে। তাই আমার এলাকায় কেউ মাদক ব্যাবসা ও মাদক সেবন করতে পারবে না। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।