আশাশুনি আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত


সেপ্টেম্বর ২৯ ২০২০

আহসান উল্লাহ বাবলু: আশাশুনিতে আলোচনা সভা, কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। এসময় তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন, সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্বে বিশ্বে একজন অনুকরণীয় নেতা। আমরা গর্বীত এমন একজন নেত্রীকে পেয়ে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জননেত্রীর ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও তরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব তার শুভ জন্মদিনে দৃঢ়ভাবে এ অঙ্গীকার করছি। উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের আয়োজনে এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান মন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়বার রহমান, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান তাজ সাধারণ সম্পাদক তানভীর রহমান রাজসহ দলীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।